কুমিল্লা বাখরাবাদ সিবিএ নির্বাচনে শাহ আলম-শাহজাহান প্যানেল, আখতার-লিটন প্যানেলে যোগদান
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরের চাঁপাপুরে অবস্থিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লি. এর সিবিএ নিবার্চনের শাহ আলম-শাহজাহান প্যানেল, আখতার-মাজেদুর লিটন প্যানেলের পক্ষে গতকাল (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় যোগদান করেছে।
ads
এ সময় বাখরাবাদ সিবিএ রেজি নং-২০২৯ এর শাহআলম-শাহজাহান প্যানেল’র প্রার্থীরা আখতার-লিটন প্যানেল’র প্রার্থীদেরকে কে ফুল ও মিষ্টি বিতরনের মাধ্যমে বরন করে নেয়।
ads
পরে সংক্ষিপ্ত আলোচনায় উভয় সংগঠনের প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে বাখরাবাদের উন্নয়নের সার্থে আখতার ও লিটন প্যানেলকে কে সিবিএ নির্বাচনে বিজয়ী করার জন্য অঙ্গীকারবদ্ধ হন।