5632

কুমিল্লা জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাইনুল হক: কুমিল্লা জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন (২২১১) এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে৷ অনুষ্ঠানটি কুমিল্লা জেলার ডেকোরেটর শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চর্থা চৌমুহনীতে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (২০২) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাসান খসরু৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নূরু মিয়া৷

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজহার উদ্দিন, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মাহমুদ কাউসার খন্দকার, আহলে সুন্নাত অল-জামাতের খাদেম ফিরোজ৷

ads

অনুষ্ঠানে সঞ্চালনা করেন কুমিল্লা জেলা ডেকোরেটর ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শাহ আলম৷

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হাসান খসরু বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার-নেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা-বোনকে। আমাদের সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার একজন শ্রমিক বান্ধব মানুষ৷ তিনি সব সময় আপনাদের পাশে আছেন৷ আপনাদের বিপদে-আপদে আমিও আছি৷ কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম একজন ভালো মানুষ৷ আপনাদের সমস্যাগুলো ওনাকে জানিয়েছি৷ ভবিষ্যতে আপনাদের কোন সমস্যা হবে না, তিনি আশ্বস্ত করেছেন৷

বিশেষ অতিথির বক্তব্য আনিসুর রহমান ভূঁইয়া বলেন, আপনারা ডেকোরেটর শ্রমিকরা যেকোনো অনুষ্ঠানকে সুন্দর, সুসজ্জিত এবং আলোকিত করেন৷ আপনারাই হলেন অনুষ্ঠানে মূল কারিগর৷ শ্রমিকরাই জননেত্রী শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন৷ আপনারা রাত বিরাতে অনেক সময় সমস্যায় পড়েন, তা আমাদেরকে জানিয়েছেন৷ আমরা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সাথে এ ব্যাপারে আলোচনা করেছি৷ তিনি শ্রমিকদের প্রতি আন্তরিক৷ তিনি আপনাদের যে কোন সমস্যায় পাশে থাকবেন জানিয়েছেন৷ আপনারা শ্রমিকরা যারা আছেন সবাই সবসময় ঐক্যবদ্ধভাবে থাকবেন৷ আপনারা ঐক্যবদ্ধ থাকলে সংগঠন শক্তিশালী হবে এবং অনেক দূর এগিয়ে যাবে৷ আপনাদের যেকোন বিপদে, আমাদেরকে ডাকলে পাশে পাবেন ইনশাআল্লাহ৷

বিশেষ অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন৷ আমরা আপনাদের যেকোন সমস্যায় পাশে আছি৷

ad

পাঠকের মতামত