5559

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর ও সদর উপজেলা শাখার কমিটি গঠন

মাইনুল হক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগর ও সদর উপজেলা শাখা আহবায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি ঘাতক দালাল নির্মূল কমিটির আয়োজনে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টায় কুমিল্লা বীরচন্দ্র নগরের মুক্তিযুদ্ধ কর্ণারে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সাধারণ সম্পাদক কাজী মুকুল৷

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাংবাদিক শওকত বাঙ্গালী, সদস্য সচিব মাসুদুর রহমান সিকদার, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, সদ্য বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বসু, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাক্তার আতাউর রহমান জসিম, অধ্যাপক নিখিল চন্দ্র রায় প্রমুখ৷

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা জেলার আহবায়ক অধ্যাপক দিলীপ মজুমদার৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা মহানগরের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির৷

আলোচনা সভা শেষে সদ্য বেগম রোকেয়া পদক প্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী পাপড়ি বসুকে আহবায়ক ও আনোয়ার হোসেন মিঠুকে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল কুমিল্লা মহানগরের কমিটি গঠন করা হয়৷

অধ্যক্ষ জহিরুল আলমকে আহবায়ক ও নাহিদ সুলতানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিঠি গঠন করা হয়৷

ad

পাঠকের মতামত