আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্মরণে কুমিল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাইনুল হক: আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক আব্বাস উল্লাহ সিকদার এর স্মরণে কুমিল্লায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি আজ বেলা ১২টায় আনন্দ টিভি দর্শক ফোরামের আয়োজনে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল৷
আনন্দ টিভির জেলা প্রতিনিধি আহসান হাবিব পাখির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি এনামুল হক ফারুক, সময় টিভির জেলা প্রতিনিধি বাহার রায়হান, দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির৷
এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা প্রধান সম্পাদক রফিকুল ইসলাম, বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, সাংবাদিক মনির হোসেন, আরটিভির ক্যামেরাপারসন সালাউদ্দিন সুমন, দৈনিক নতুন কাগজ’র জেলা প্রতিনিধি ও চেতনায় একাত্তর নিউজ’র সম্পাদক মাইনুল হক, দৈনিক সমাজে কন্ঠের প্রতিনিধি ফারুক আহমেদ, পথিকৃৎ কুমিল্লার সুমন কবির, দুর্নীতির সমাধান’র রফিকুল ইসলাম, জয়যাত্রা টিভির সাইফুল ইসলাম সুমন, যমুনা টিভির ভিডিওগ্রাফার আব্দুল মমিন, বঙ্গ টিভির প্রতিনিধি রবিউল আহসান, চ্যানেল ২৪ এর ভিডিওগ্রাফার ইমদাদুল হক, অন নিউজের জহির বাবু, দৈনিক প্রতিদিনের মামুন সরকার, আনন্দ টিভির ভিডিওগ্রাফার আমির হোসেন বাবু প্রমুখ৷
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিটিভি নিউজ’র সম্পাদক ওমর ফারুকী তাপস৷
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী আল কাদেরী৷