কুমিল্লা মহানগরের কান্দিরপাড়ে ৬টি দোকানে দুধর্ষ চুরি!!
নিজস্ব প্রতিবেদক: নগরীর কান্দিরপাড়স্থ লাকসাম রোডের পূবালী ব্যাংক সংলগ্ন খাদি ভবন, খাদি কটেজ, শিল্পী খাদি বিতান, খাদি জোৎস্না স্টোর, আনন্দ খাদি বিতান থেকে বিভিন্ন জামা কাপড়, নগদ টাকা ও আনন্দ ফার্মেসী থেকে দামী ঔষধ সহ মালামাল চুরি হয়েছে৷ ঘটনাটি রবিবার (১৯ জানুয়ারী) গভীর রাতে ঘটেছে৷
সরজমিনে গিয়ে দেখা যায়, অজ্ঞাতনামা চোরেরা কৌশলে আনন্দ ফার্মেসীর পেছনের জানালা ভেঙ্গে ও প্লাস্টিকের সিলিং কেটে দোকান ঘরে ঢুকে এ ঘটনা ঘটিয়েছে৷ এ ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ ১লক্ষ টাকাার মত চুরি হয়েছে বলে দোকানিরা দাবি করেছেন।
চুরির ঘটনার বিষয়ে খাদি কটেজের মালিক মোঃ মোস্তফা কামাল জানান ৬টি দোকানের প্রায় দুই লক্ষ টাকার পণ্য ও নগদ প্রায় ১লক্ষ টাকা চুরি হয়েছে৷
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আনোয়ারুল হক জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি৷ অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে৷