‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নিউজ ডেস্ক: ‘জায়েদ সাসটেইনেবিলিটি পুরস্কার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রের আইসিসি হলে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি সপ্তাহ ২০২০-এর অনুষ্ঠানে এ পুরষ্কার দেয়া হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইন্দোনেশিয়া, সার্বিয়া, আর্মেনিয়া, সিয়েরালিয়ন, ফিজির রাষ্ট্র ও সরকার প্রধানরা। স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি এবং হাই স্কুল ক্যাটাগরিতে ‘জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার’ প্রদান করা হয়। আবুধাবির ক্রাউন প্রিন্স বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশ্বের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ’ একটি বৈশ্বিক প্লাটফর্ম। এবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্য, ফিউচার অব মবিলিটি, স্পেস, স্বাস্থ্য বায়োটেকনোলজি এবং কল্যাণের জন্য প্রযুক্তি এই ছয়টি স্তম্ভ। ১১ জানুয়ারি শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে ‘আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ-২০২০’।