5061

মুজিব বর্ষে সেলিমা আহমাদ এমপি’র বছরব্যাপি ব্যতিক্রমী কর্মসূচী

স্টাফ রিপোর্টার: কুমিল্লার তিতাস উপজেলায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী (সিআইপি) বলেছেন মুজি বর্ষ হলো জনগণের বর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তিনি এ কথা বলেন।

ads

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বর্ষ পরিকল্পনা প্রস্তুত করেছেন। পরিকল্পনা গুলি হচ্ছে শিক্ষিত বেকারদের ডেটাবেইজ করে তাদের দক্ষতা অনুসারে কর্মসংস্থানের ব্যবস্থা করা, ওয়ার্ড পর্যায়ে ফুটবল টিম গঠনের মাধ্যমে যুব সমাজকে অবক্ষয় থেকে দূরে রেখে ক্রীড়ার সাথে সম্পৃক্ত করা, দূরারোগ্য ব্যাধির চিকিৎসা সেবা স্থানীয় পর্যায়ে চালু করা,যেমন ডায়ালোসিস,ক্যামেথেরাপি ইত্যাদি এবং গৃহীনদের বাসস্থান নিশ্চিত করা।

১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় তিতাস উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেলিমা আহমাদ মেরী এমপি তার বর্ষ পরিকল্পনার কথা জানান।

ads

এর আগে তিনি পরিষদ চত্বরে দুই উপজেলার নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স দেখেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রওশন আলী মাস্টার, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার,উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার,সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী,সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূইয়া, হোমনা পৌরসভার মেয়র এডভোকেট নজরুল ইসলাম, হোমনা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিউদিন খন্দকার, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো.নুর নবী, উত্তর জেলা আ’লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন, তিতাস উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.শেখ ফরিদ প্রধান,উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মো.মহসিন আলী,ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোস্তফা কামাল মোল্লা, ত্রান ও শ্রম বিষয়ক সম্পাদক মো.মোসলেম মিয়া,সহ প্রচার সম্পাদক মোঃ মোবারক হোসেন,সহ দপ্তর সম্পাদক মো.জালাল খান,সদস্য মো.বাবুল হোসেন, আবুল হাসেম, সাতানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন , ভিটি কান্দি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা,কড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান ভূঁইয়া, জিয়ারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল সরকার, সাধারণ সম্পাদক মো.আবুল খায়ের,মজিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,নারান্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফুজ্জামান খোকা,বলরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, কলাকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো.মাহবুবুর রহমান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. আজাহার খান, মো. ওমর ফারুক,উপজেলা যুবলীগ নেতা ফয়েজ আহমেদ জুয়েল, মো.ইব্রাহীম সরকার, মো.কাউছার আহমেদ ভূঁইয়া,উপজেলা শ্রমিক লীগের আহবায়ক গাজী সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম প্রমূখ।

ad

পাঠকের মতামত