4825

দীর্ঘদিন বিদ্যুতের সমস্যা থাকলেও সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি

মাইনুল হক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিদ্যুৎয়ের সমস্যা থেকে মুক্তি পাচ্ছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার পর চালু করা হয়েছে ৩১৫ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎয়ের সাবস্টেশনের কার্যক্রম। এতে করে জেলা শিল্পকলা একাডেমি দীর্ঘদিনের বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে।

ads

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিদ্যুতের বিল বাকি থাকা ও নিজস্ব বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় কারণে দেড় বছর ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল শিল্পকলা একাডেমীতে। দীর্ঘদিনের দাবি ছিল বিদ্যুৎ সরবরাহের। অবশেষে সাবস্টেশনের কাজ শেষ হয়েছে৷ এখন পর্যন্ত সাবস্টেশন স্থাপনে প্রায় ১৬লক্ষ টাকার মত খরচ হয়েছে৷ ইনডোরের পুরানো লাইন গুলো চেক করে কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ বিদ্যুত সংযোগ দেওয়া হবে৷ সাবস্টেশনটি স্থাপন করার জন্য আমাদের সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক আবুল ফজল মীর এবং বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি৷

ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিমিটেড গ্রুপ অব কোম্পানি ৩১৫ কেভি ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনটি নির্মাণ করছে। প্রায় ১মাস সময় লেগেছে কাজটি সম্পন্ন করতে৷ ক্রস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির ইঞ্জিনিয়ার শামীম মীর জানিয়েছেন, সাবস্টেশনটির ওয়ারেন্টি ১বছর৷ এর মধ্যে সাবস্টেশনটির যে কোন সমস্যা হলে কোম্পানি সমস্যার সমাধান করবে৷

ads
ad

পাঠকের মতামত