4696

নওগাঁর ধামইরহাটে এক গাভীর ৪ বাচ্চা প্রসব!!

নিউজ ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলার পশ্চিম রুপনারায়ণপুর গ্রামের কৃষক রফিকুল ইসলামের একটি গাভী চারটি বাচ্চা প্রসব করেছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে একে একে গাভীটির চারটি বাচ্চা জন্ম নেয়।

রফিকুল ইসলাম জানান, তার একটি সিন্ধি ক্রস জাতের গাভী এক সঙ্গে চারটি বাচ্চা প্রসব করেছে। এর মধ্যে তিনটি এঁড়ে ও একটি বকনা। বর্তমানে বাচ্চাগুলো সুস্থ থাকলেও গাভীটি দাঁড়াতে পারছে না। গাভীটি গত বছরও এক সঙ্গে দুটি বাচ্চা প্রসব করেছিল।

ads

এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী জানান, খবর পেয়ে গাভী এবং বাচ্চাগুলোর শারীরিক পরীক্ষা করা হয়েছে। বাচ্চারা সুস্থ থাকলেও গাভীটি এক সঙ্গে চারটি বাচ্চা প্রসব করায় দুর্বল হয়ে পড়েছে।

এদিকে এলাকার মানুষ গাভীর বাচ্চাগুলো দেখতে ওই কৃষকের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

ads
ad

পাঠকের মতামত