4686

কুমিল্লায় ১৮টি টিমের অংশগ্রহণে “মুজিব বর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্ট টি-২০”

মাইনুল হক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আয়োজনে “মুজিব বর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্ট টি-২০” উপলক্ষে বিশেষ আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) বিকাল ৫টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়৷

ads

আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী লোটাস কামাল কন্যা কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর চেয়ারম্যান নাফিসা কামাল৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গেলাম সারওয়ার, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান কালু ভূইয়া, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান রেহানা মজিদ, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেন প্রমুখ৷

ads

এসময় বিভিন্ন উপজেলার ইউএনও, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়ারসহ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বহু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২৬ জানুয়ারি জেলার ১৭ উপজেলা ও সিটি কর্পোরেশনের ১টি সহ মোট ১৮টি টিমের অংশগ্রহণে হবে এ টুর্ণামেন্ট৷  লালমাই উপজেলার জামতলি মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।

নাফিসা কামাল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশের নামিদামী শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে মুজিববর্ষ ভিক্টোরিয়ানস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানপর্ব শেষ হবে৷ পরদিনই মাঠে গড়াবে খেলা।

ad

পাঠকের মতামত