4554

উৎসবমুখর পরিবেশে কুমিল্লা হাই স্কুলে বই উৎসব

মাইনুল হক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে ও শিক্ষার মান উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার সরাদেশের স্কুল শিক্ষার্থীদের হাতে ৩৫কোটি নতুন বই তুলে দিচ্ছে।

ads

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে হলে এই নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সরকার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপ বৃত্তি প্রদান করছেন। সরকার যে টার্গেট নিয়ে এগুচ্ছে ২০৪১ সালের পর আমাদের দেশের ছাত্র-ছাত্রীরা বিদেশে পড়তে যাবে না৷ বিদেশ থেকে ছাত্র-ছাত্রীরা আমাদের দেশে পড়ালেখা করতে আসবে৷ আজকে যে ছাত্রটিকে বই দিচ্ছি, ২৫ বছর পর ২০৪১ সালে সে ধনী বাংলাদেশের মালিক হবে৷

ads

তিনি বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টায় কুমিল্লা হাই স্কুলে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন এবং বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ইকবাল হাসান, উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার প্রমূখ৷

এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আল ফাত্তাহ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাসির আহমেদ নাইম ও সাধারণ সম্পাদক একে সামাদ সাগরসহ স্কুলের শিক্ষকবৃন্দরা৷

ad

পাঠকের মতামত