4549

লাকসাম রেলওয়ে হাই স্কুলে পাঠ্য পুস্তক বিতরন উৎসবে মন্ত্রী তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে লাকসামের বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে লাকসাম রেলওয়ে হাই স্কুলে পাঠ্য পুস্তক বিতরন উৎসব উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি।

লাকসাম রেলওয়ে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধাণ শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গাউছুল আজম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হীরা প্রমুখ।

ads

এছাড়াও পৌর শহরের নবাব ফয়েজুন্নছা ও বদরুন্নেছা উচ্চ বিদ্যালয়, লাকসাম সরকারী উচ্চ বিদ্যালয়, আল আমিন ইন্সটিটিউট, লাকসাম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, পশ্চিমগাঁও আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলার ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলে পাঠ্য পুস্তক বিতরন উৎসব উপলক্ষে পৃথক পৃথক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভুঁইয়া, লাকসাম পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী বিভিন্ন বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন পাঠ্যবই তুলে দিয়ে পুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করেন।

ads
ad

পাঠকের মতামত