4434

কুমিল্লায় ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পরিচিতি ও মতবিনিময় সভা

মাইনুল হক: কুমিল্লায় ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ অনুষ্ঠানটি আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্টিত হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বিষয়ক চিফ কনসালটেন্ট সমির কান্তি সরকার৷

ads

কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাচিপের সভাপতি ডা. আব্দুল বাকী আনিছ, বিএম’র সধারণ সম্পাদক ডা. আতাউর রহমান, স্বাচিপের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা: জাহিদ হাসান৷

ads

কুমিল্লা জেলার ১৭টি উপজেলায় সম্প্রতি ১৮৪ জন চিকিৎসক যোগদান করেছে।

উল্লেখ্য এর আগে, গত ১৯ নভেম্বর ৩৯তম বিশেষ বিসিএসে ৪ হাজার ৪৪৩ জনকে স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ২০৩ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ২৪০ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত