4427

কুমিল্লায় বাস উল্টে ১জন নিহত আহত ২৫ জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নাজিরা বাজার এলাকায় বাস উল্টে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনাটি ঘটে।

ads

পুলিশ জানায়, ফেনী থেকে ছেড়ে আসা ঢাকা গামী স্টার লাইন পরিবহনের একটি বাস সকাল সাড়ে নয়টায় মহাসড়কের নাজিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায়। এসময় শীতাতপ নিয়ন্ত্রিত বাসটির অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গুরুতর আহত একজনের মৃত্যু হয়। নিহত জিয়া উদ্দিন জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুন্জশ্রী গ্রামের জানু মিয়ার ছেলে।

ads

আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, ময়নামতি জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

ad

পাঠকের মতামত