4406

কুমিল্লায় বিসিক’র ক্রেতা বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার উদ্বোধন

মাইনুল হক: “ক্রেতা-বিক্রেতার মেলবন্ধন, সহজ হবে শিল্পায়ন” এই প্রত্যয়কে সামনে রেখে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷ আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১:৩০ মিনিটের সময় কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডার্ষ্ট্রির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷

ads

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জানু মিয়া মসজিদের সহকারী ইমাম ইফতেখারুল আলম ফয়েজ এবং গীতা পাঠ করেন রাকেশ রঞ্জন নাগ৷

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের আঞ্চলিক পরিচালক বাবুল চন্দ্র নাথ৷

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি মো: ইফতেখার খান, বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ বিধান কুমার চন্দ, চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি কুমিল্লার পরিচালক জামাল আহাম্মেদ, করফুলেন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যাপক মো: মোশারফ হোসেন প্রমূখ৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্নিগ্ধা চক্রবর্তী৷

প্রধান অতিথির বক্তব্যে কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, সরকার স্বপ্ন দেখছে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ৷ বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা প্রায় ১৮ কোটি৷ এর মধ্যে প্রায় ৬০% থেকে ৬৫% তরুণ-তরুণী৷ তাদেরকে তৈরী করলেই আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে৷ শিক্ষিত বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা কাজ করতে পারে৷ তাহলেই বেকারত্ব দূর হবে। দেশ উন্নত হবে।

সুষ্ঠু ও টেকসই শিল্পায়ন তথা ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করতে নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও ব্যবসা পরিচালনায় সম্পর্কে ধারণা থাকতে হবে৷

বর্তমান বাজার প্রতিযোগীতার বাজার। আপনার পন্য অবশ্যই বাজার ও ক্রেতার উপযোগী হওয়া চাই। ভোক্তাদের প্রয়োজন, রুচি পছন্দ ও সামর্থ অনুসারে পন্য উৎপাদন ও সংগ্রহ করতে হয়। ক্রেতা-বিক্রেতার মধ্যে ভালবাসা তৈরী করতে হবে৷

গ্রাম হবে শহর, গ্রাম কে শহর করতে হলে বিসিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। যে এলাকায় শিল্প বান্ধব উপাদান পাওয়া যাবে সেসব এলাকায় বিসিকের শিল্পনগরী গড়ে তুলতে হবে। যাতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সৃষ্টি হয়।

বিসিককে আরো গতিশীল হতে হবে জানিয়ে তিনি বলেন, বিসিকের পরিবর্তন আনতে হবে। বিসিকের কর্মকর্তা কর্মচারী সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিসিক শিল্প মন্ত্রনালয়ের আওতাধীন৷ আপনারা একটি টিভি চ্যানেলের জন্য জোরালো ভাবে আবেদন করুন৷

আলোচনা সভা শেষে মেলায় হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য প্রদর্শনী ৫দিন ব্যাপী মেলার উদ্বোদন করেন প্রধান অতিথি কাইজার মোহাম্মদ ফারাবীসহ অন্যান্যরা৷ মেলায় ৩০টি স্টল রয়েছে৷ মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

ad

পাঠকের মতামত