4365

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টিভি’র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাইনুল হক: সফলতার ১৫ বছরে পদার্পণ করেছে বৈশাখী টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালে’র ২৭ ডিসেম্বর যাত্রা শুরু করে বৈশাখী টেলিভিশন৷

আজ সকাল ১১টায় কুমিল্লায় বৈশাখী টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা প্রেস ক্লাবে আলোচনা সভা, কেককাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্বা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

ads

শুক্রবার সকালে বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুক তাপসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সুজন কুমিল্লার সভাপতি ও কুমিল্লা জেলা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাসুদুর রহমান, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হুমায়ন কবির রনি, এটিএন নিউজে ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি খায়রুল হাসান মানিক প্রমূখ৷

এসময় উপস্থিত ছিলেন, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেছ, দেশ টিভির জেলা প্রতিনিধি এম ফিরোজ মিয়া, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সা. সম্পাদক সাইফ উদ্দিন রনী, এটিএন নিউজের প্রতিনিধি খোকন মিয়া, রোটারিয়ান আবদুস সাত্তার, সাংবাদিক জামাল হোসেন দামাল, দেশ রূপান্তর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসেন জাকির, এসএ টিভির জেলা প্রতিনিধি আবু মুসা, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি জাহিদ হাসান, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজের শিক্ষক মনির হোসেন, যমুনা টিভির জেলা প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক শিরোনাম ও আরটিভির সাংবাদিক সালাউদ্দিন সুমন, দৈনিক নতুন কাগজের ব্যুরো চীফ ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, ফটোসাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান, আমাদের সময় ডট কমে’র কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, নতুন সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হালিম সৈকত, প্রতিনিধি রফিকুল ইসলাম, জাগো কুমিল্লার অমিত হাসান, অন নিউজ ২৪ এর হেড অব নিউজ মোঃ জহিরুল হক বাবু, সকালের সময়ের আনোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হকসহ কুমিল্লার কর্মরত সাংবাদিকবৃন্দ৷

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাঁর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের প্রতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আমাদের সংগ্রাম এবং নয় মাস মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। স্বাধীনতার ৪৮ বছরে অনেক ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷

তিনি আর বলেন, বৈশাখী টেলিভিশনের স্লোগান হলো মুক্তিযুদ্ধের চেতনায়৷ তাই মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে এগিয়ে আসতে হবে। বৈশাখী টিভি স্বদেশের পক্ষে কাজ করে এগিয়ে যাচ্ছে। তাদের এ কাজ গুলো ধরে রাখতে হবে। বৈশাখী টিভি বিশেষ করে কুমিল্লায় হরতাল-অবরোধে এবং বাস, ট্রাক ও মানুষ পোড়ানোর সময় নিউজ গুলো খুব ভালবাবে পরিবেশন করেছে৷ এছাড়া কুমিল্লার অন্যান্য নিউজ গুলোও সব সময় প্রচার করে থাকে৷ এজন্য বৈশাখী টিভিকে ধন্যবাদ জানাচ্ছি৷ এখানে যারা আছেন, সকল সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এটাই আশা করছি৷ বিশেষ করে সাংবাদিকতা একটি মহান পেশা৷ সাংবাদিক পেশায় সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে৷ সাংবাদিক দেশ ও জাতির বিবেক। ঝুঁকিপূর্ণ জেনেও অনেক সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাই৷

সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বৈশাখী টেলিভিশন এগিয়ে যাচ্ছে। তাদের এ যাত্রা অব্যাহত থাকবে। আগামি দিন গুলোতে মুক্তিযুদ্ধাদের পক্ষে তাদের আরো ভুমিকা থাকবে।

জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক বলেন, মুক্তিযদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে বৈশাখী টেলিভিশন র্দুবার গতিতে এগিয়ে চলছে। তাদের কার্যক্রমের ধারা প্রমান করেছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজ অব্যাহত রাখার আহাবান জানাই।

ad

পাঠকের মতামত