4346

কুমিল্লার নেউরায় নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ডে “৭১ ফুট দীর্ঘ ঝর্ণার” ভিত্তি প্রস্তর স্থাপন

মাইনুল হক: রাঙ্গামাটির শুভলং ও বিছানাকান্দির ন্যায় বিনোদনের গতানুগতিক ধারাকে বদলে দিতে কুমিল্লা মহানগরের নেউরায় এই প্রথম সম্পূর্ন আধুনিক ও আর্ন্তজাতিক মানের সকল প্রকার সুযোগ-সুবিধা রেখেই নির্মিত হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী বিনোদন মাধ্যম নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ড৷

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় নূরজাহান এমিজমেন্ট ওয়াল্ডে ফিতা কেটে “৭১ ফুট দীর্ঘ ঝর্ণার” ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও কুমিল্লা সদর দক্ষিণ (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত পালসহ অন্যান্যরা৷

ads

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান বাপ্পি, মহানগর আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ বকুল আহাম্মেদ, ইউছুফ মোল্লা টিপু, নাহিদুল হক নাহিদ, নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ডের সত্তাধিকারী রাসেদুজ্জামান ও ইঞ্জিনিয়ার এ কে এম ফরহাদ আকবর প্রমূখ৷

ads

সংক্ষিপ্ত বক্তব্যে এমিজমেন্ট ওয়ার্ল্ডের উপদেষ্টা বলেন, রাঙ্গামাটির শুভলং ঝর্ণাটির জলদারা এখন আর নেই৷ আমরা কুমিল্লা নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ডে “৭১ ফুট দীর্ঘ ঝর্ণা” তৈরী করে রাঙ্গামাটির শুভলং ঝর্ণাটির হারিয়ে যাওয়া জলধারার রূপটি ফিরিয়ে আনার চেষ্টা করব৷

নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ডের ইঞ্জিনিয়ার এ কে এম ফরহাদ আকবর বলেন, দেশের উল্লেখযোগ্য সুন্দর ঝর্ণা গুলোর মধ্যে একটি ঝর্ণা হল শুভলং ঝর্ণা৷ অক্টোবরে ট্যুরে গিয়ে ঝর্ণাটিকে দেখে কুমিল্লায় শুভলং এর মত একটি ঝর্ণা স্থাপন করার চিন্তা মাথায় আসে৷ কুমিল্লার নেউরায় নূরজাহান এমিজমেন্ট ওয়ার্ল্ডে “৭১ ফুট উঁচু দীর্ঘ যে ঝর্ণাটি হবে, এটি প্রতি মিনিটে ৬০ হাজার গ্যালন পানি ডিসটেন্স হবে৷ এটি নিজেই একটা তরঙ্গের সৃষ্টি করবে৷ এরই সাথে আমরা বিছানাকান্দির ভিউ আনারও চেষ্টা করব৷

ad

পাঠকের মতামত