4195

আবদুল মতিন খসরু এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বুড়িচংয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  শনিবার বিকালে সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় বুড়িচং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এবং উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানের নেতৃত্বে এক আনন্দ মিছিল বের হয়৷ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িচং আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়।

এসময় আনন্দ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য্য, শ্রম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, আওয়ামীলীগ নেতা যথাক্রমে আব্দুর রশিদ, ইছাক মেম্বার, ফারুক খান মেম্বার, আব্দুর রশিদ পেপার, আবু তাহের, জসিম উদ্দিন জসিম, আব্দুল কুদ্দুস, হোসেন মাষ্টার, হুমায়ুন কবির, জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা শামীমুল ইসলাম, ইব্রাহিম খলিল মনির, বাকশীমুল ইউনিয়নের যুবলীগের সভাপতি জিয়াউর রহমান খান হিমেল, মাহাবুবুর রহমান, প্রবাসী আওয়ামী যুব কল্যান সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আহসান হাবিব জুয়েল, যুব লীগনেতা লেলিন পিপু, গোল্ডেন জহির, মাসুদ পারভেজ রুবেল, আলীম খান, কাজী জাহাঙ্গীর, সুমন ভূইয়া, আনিসুর রহমান, কাজী আব্দুল জলিল, মাজেদুর রহমান, মোঃ সেলিম হোসেন, রিপন খান, আবদুল হক, আল আমিন, রফিক মিয়া, নাসির, আল আমিন পিচছি, মালয়েশিয়া প্রবাসী ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ফাহাদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন, ছাত্র লীগ নেতা গিয়াস উদ্দিন, ইবনে মতিন, শরীফ, সবুজ, সাহাব উদ্দিন, বাহাদুর সাগর, মোজাম্মেল, তোফায়েল, সালাহ উদ্দিন, জুনায়েদ, আলা উদ্দিন, সৈয়দ, সাব্বির, সিফাত, বুড়িচং সদর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, শ্রমিক নেতা মিজানুর রহমান, কাশেদুল হক, ইসমাইল হোসেন, জাকির হোসেন, মনির হোসেন, জাহাঙ্গীর আলম, আবদুল অহিদ প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত