3879

মেধা-মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই: মন্ত্রী তাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এসময় প্রধান অতিথি স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে সকল অন্যায় ও অপরাধ কর্মকান্ড থেকে দুরে রাখা সম্ভব। মাদকের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই প্রতিটি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রতিটি সামাজিক দপ্তরে খেলাধুলা আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে। মেধা-মননের বিকাশে খেলাধুলার বিকল্প নেই।

ads

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি একেএম সাইফুল আলম, সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী সহ কুমিল্লার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেলা প্রশাসক আবুল ফজল মীর উদ্ধোধনী বক্তৃতায় এই ফুটবল টুর্ণামেন্ট সফল ভাবে সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, রেফারী, লাইন্সম্যান ও ক্রীড়ামোদী দর্শকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

ads

উদ্বোধনী খেলায় লাকসাম উপজেলা সদর দক্ষিণ উপজেলাকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়েছে।

ad

পাঠকের মতামত