3833

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাইনুল হক: কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কান্দিরপাড় ব্যাংক প্রাঙ্গনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমবায় ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি ও বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ মিল্ক ভিটার সভাপতি শেখ নাদির হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা রওশান আরা মান্নান, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম , জেলা সমবায় অফিসার মোঃ রবিউল ইসলাম,কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক।

ads

কুমিল্লা সমবায় ব্যাংকের চেয়ারম্যান মোঃ সিরাজুল হকের সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট কাজী নাজমুস সাদাত, কুমিল্লা জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আখতার হোসেন,মোঃ সিরাজুল হক,মোঃ সফিকুল ইসলাম।

সভার শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াৎ করেন সমবায়ী মোঃ শাহজাহান সিরাজ।

ads

সভায় প্রধান অতিথি শেখ নাদির হোসেন লিপু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামীণ দরিদ্র মানুষের উন্নয়নের লক্ষেই সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন,সুদের ব্যবসা করার জন্যে বঙ্গবন্ধু এই ব্যাংক প্রতিষ্ঠা করেননি। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রাম পর্যায়ে সমবায়ের মাধ্যমে দারিদ্রতা বিমোচনের লক্ষে কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে সমবায়ের নামে মালটিপারপাস কোঅপারেটিভ এর মাধ্যমে এদেশের মানুষের আমানত কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এরা সমবায়ী নয়, প্রতারক। এজন্যে সকলকে সচেতন থাকতে হবে। কুমিল্লার সমবায়ীদের প্রাণের দাবী সমবায় মার্কেটটি বহুতল করার কাজে তিনি সহযোগিতার আশ্বাস দেন। সভাপরিচালনা করেন জেলা সমবায় ইউনিয়নের সহ সভাপতি মোঃ আবদুস ছাত্তার।

ad

পাঠকের মতামত