3782

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়’র ২৫তম ব্যাচের আলোচনা সভা

মাইনুল হক: শুক্রবার বিকাল ৪টায় কুমিল্লা মহানগরীর একটি হোটেলে, চবি ২৫তম ব্যাচ কুমিল্লা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় রিভার-ক্রুজ (ঢাকা-বরিশাল-ঢাকা) ভ্রমন নিয়ে আলোচনা করা হয়৷

সভায় উপস্থিত ছিলেন, মাইনুল, পলিন, এড. মিঠু, অধ্যক্ষ মামুন, সাংবাদিক জসিম চৌধুরী, কুদ্দুস, মন্নান, আঃবাতেন,জালাল উদ্দিন, মিনহাজ,পারভীন, জসিম উদ্দিন, মিনুয়ারা, রেজাউল, মামুন সহ অন্যান্য সদস্যরা উপস্হিত ছিলেন।

ads

আলোচনা সভা পরিচালনা করেন সুমিতা দাস জয়া।

সভায় ২৫তম ব্যাচের কুমিল্লা শাখার সকল বন্ধুদের কে অবহিত করা হয়। রিভার-ক্রুজ ভ্রমনে সকল বন্ধু ও বন্ধুদের পরিবার সহ নিয়ে যাওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয় পরিশেষে আপ্যায়ন ও কবিতা, গানের মধ্যে দিয়ে আলোচনা শেষ করা হয়।

ads
ad

পাঠকের মতামত