একুশে পদক প্রাপ্ত ডা. যোবায়দা হান্নানের ৭৪ তম জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা
মাইনুল হক: একুশে পদক প্রাপ্ত মহিয়সী নারী ডা. যোবায়দা হান্নানের ৭৪ তম জন্ম ও ৮ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণ সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উক্ত অনুষ্ঠানটি শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা টাউন হল বীর চন্দ্র নগর মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সভাপতি এড. আ হ ম তাইফুর আলম৷
এসময় উপস্তিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আমির আলী চৌধুরী, কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডা: এ কে এম আব্দুস সেলিম, আন্ধকল্যাণ সমিতির সহ-সহাপতি মফিজুর রহমান বাবলু, বিশিষ্ট নারী নেত্রী পাপড়ী বোস, অধ্যাপক লোকমান হাকিম, নারী নেত্রী দিলনাসী মহসিন, হাসান খসরু, ডা: ইকবাল আনোয়ার, সিরাজুল ইসলাম, ফরিদ উদ্দিন সিদ্দিকী, আবিদুর রহমান জাহাঙ্গীর, সেলিনা রহমান, তরিকুল ইসলাম জুয়েল প্রমুখ৷
অনুষ্ঠান সঞ্চালনা করেন, এড. সৈয়দ নুরুর রহমান৷