কুমিল্লায় গুজব রটনাকারী ও বাজার স্থিতিশীল রাখতে পুলিশের অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পুলিশের অব্যাহত অভিযানে ক্রমশই স্থিতিশীল হচ্ছে নিত্যপণ্যের বাজার। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে পাইকারি বাজারে পেঁয়াজ ১৩০ এবং লবণ ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি নিত্যপণ্য নিয়ে গুজব রটনাকারী ও বাজার স্থিতিশীল রাখতে কুমিল্লায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
সরেজমিনে, সকাল ১০টায় নগরীর পাইকারি বাজার বলে খ্যাত চকবাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজ কেজি প্রতি ১৩০ টাকা এবং লবণ কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নগরীর অন্যতম খুচরা বাজার রাজগঞ্জে দাম নিয়ে ক্রেতাদের তেমন কোন অভিযোগ নেই। পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে লবণ। একদিনের ব্যবধানে রাজগঞ্জে পেঁয়াজের দামে এসেছে বিশাল পরিবর্তন।
মাত্র একদিন আগেও পেঁয়াজ ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বুধবার বাজারে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৩০ টাকা। বুধবার সকাল থেকে নগরীর বিভিন্ন বাজার মনিটরিং শেষে কুমিল্লায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন (পিপিএম) জানান, কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার),পিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনায় নগর কুমিল্লার নিত্য পণ্যের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। বাজারে বর্তমানে পেঁয়াজ, লবণসহ নিত্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
তানভীর সালেহীন ইমন (পিপিএম) আরো জানান, যারা নিত্য পণ্যের বাজারকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানে রয়েছে। গতকাল সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ফোর্স নিয়ে বাজার মনিটরিং করেন। নগরীর পাইকারি বাজার চকবাজারে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন। বাজারের উপস্থিত ক্রেতাদের দাম নিয়ে কোন সমস্যা আছে কিনা জানতে চান।
এছাড়াও বাজারের বিক্রেতাদেরকে নিত্য পণ্যের মূল্য তালিকা দোকানের সামনে ঝুলিয়ে রেখে পণ্য বিক্রি করার আহবান জানান তিনি। এদিকে চকবাজার বাজার কমিটির সাধারণ সম্পাদক মো: সৈয়দ মোহাম্মদ পারভেজ বলেন, বাজারে পেঁয়াজ আসা শুরু করেছে। লবণের কোন ঘাটতি নেই।