2876

সড়ক পরবিহন আইন-২০১৮ বাস্তবায়নে সচতেনতা মূলক প্রচারনায় কুমিল্লা জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরবিহন আইন-২০১৮ বাস্তবায়নে জনগণ এবং চালকদের সচেতন করার লক্ষ্যে প্রচারাভিযান করনে কুমিল্লা জেলা পুলশি ও জেলা ট্রাফিক বিভাগ কুমিল্লা। সোমবার সকালে নগরীর সার্কিট হাউজ মোড়ে কুমিল্লা জেলা ট্রাফিক বিভাগ কর্তৃক তৈরিকৃত সচতেনতা মূলক লিফলটে চালকদরে মাঝে বিতরণ করনে কুমিল্লা জেলো পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।

এসময় পুলিশ সুপার নতুন সড়ক পরবিহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহবান জানান।

ads

এসময় উপস্থিত ছিলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, তানভীর সালেহীন ইমন, জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন”এ শ্লোগানকে সামনে রেখে সড়কে শৃংখলা ও দূর্ঘটনা এড়াতে সড়ক পরিবহন আইন ২০১৮ পাস করা হয় গত ১লা নভেম্বর-২০১৯ইং হতে যা কার্যকর করা হয়েছে। নতুন আইনে জরিমানা ও শাস্তির পরিমান অনেক বেশী তাই অনাকাঙ্খিত শাস্তি ও জরিমানা এড়াতে মোটরযান ব্যবহারের সময় প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা এবং ফিটনেস বিহীন, রেজিস্ট্রেশন বিহীন, রুটপারমিট বিহীন, ট্যাক্স টোকেন বিহীন মোটরযান ব্যবহার করা হতে বিরত থাকার জন্য সকল চালকদের সচেতন করা হয়। লিফলেটে সড়ক পরিবহন আইন-২০১৮ এর জরিমানা ও শাস্তি সম্পর্কে নির্দেশনায় রয়েছে, ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চলালে অনধিক ২৫ হাজার টাকা বা ৬ মাস জেল, কর্তৃপক্ষ ব্যতিত ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত করলে অনধিক ১ থেকে ৫ লক্ষ টাকা জরিমানা বা ৬ থেকে ২ বছর জেল সহ প্রায় বেশ কয়েকটি আইন পাস করে সরকার।

ads
ad

পাঠকের মতামত