2809

কুমিল্লায় ৪৮তম সমবায় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে কুমিল্লায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২ নভেম্বর  সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মাঠ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়।     কুমিল্লা জেলা সমবায় অফিস আয়োজিত এই  কুমিল্লা টাউনহলে জাতীয় পতাকা ও সমবায় পতাকা ও রঙ্গিন বেলুন উড়িয়ে কর্মসূচীর  উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ও বাংলাদেশ সমবায় একাডেমীর উপাধ্যক্ষ  হরিদাস ঠাকুর। জেলা সমবায় অধিদপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার মোঃ রবিউল ইসলাম।  বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শীষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হক, কেটিসিসি লিঃ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম চেয়ারম্যান, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এডভোকেট কাজী নাজমুস সাদাত, দুস্থ্য মা ও শিশুকল্যান সমবায় সমিতির সভাপতি দিলনাশিন মোহসিন,কেটিসিসির সাবেক সচিব ও জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট আখতার হোসেন,  কেটিসিসি এ লিঃ এর সরকার মনোনীত পরিচালক জোনায়েদ শিকদার তপু ও সমবায়ী শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর বলেন, সমবায় বাচঁলেই দেশ বাঁচবে। জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সমবায়ের মাধ্যমে বাংলাদেশের গ্রামীন মানুষের উন্নয়ন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমবায়ীদের উন্নতির লক্ষ নিয়েই কাজ করে যাচ্ছেন। একমাত্র সমবায়ের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।   পরে সমবায়ে বিশেষ উন্নতি অবদান রাখায় বেশ কজন সমবায়ী ও সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান উপস্তাপন করেন সমবায়ী ও রোটারিয়ান আবদুস সাত্তার।

ads

সমবায় দিবসের  আলোচনা সভায় বিভিন্ন সমবায় সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিগণ দিবসটি উপলক্ষে বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আটষট্টি হাজার গ্রামের এই সোনার বাংলাদেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে সমবায়কে গুরুত্ব দিতে হবে। কারণ দেশের অধিকাংশ জনগণ এখনো গ্রাম পর্যায়ে বসবাস করে আসছে। তাই দেশের অধিক জনগোষ্ঠিকে স্বয়ং সম্পূর্ণ করতে হলে সমবায়ের মাধ্যমে তাদের আত্মনির্ভর করে গড়ে তুলতে হবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে নিন্ম মধ্যম আয়ের দেশ থেকে বর্তমানে উন্নত রাষ্ট্রের পর্যায়ে এগিয়ে নিয়ে বিশ্বে তাঁক লাগিয়ে দিয়েছেন। তাই এ ধারা অব্যাহত রাখতে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

ads
ad

পাঠকের মতামত