সকল যুবকদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে: এমপি বাহার
স্টাফ রিপোর্টার: কুমিল্লা সদর-০৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, যেখানে যুবক সেখানেই শক্তি। যুবরাই জাতির প্রাণ শক্তি। কারণ ৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে যুবকরাই সেদিন অকাতরে নিজের জীবন দিয়ে রক্তের বিনিময়ে আজকের আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশ উপহার দিয়েছিল। আমরা ২০৪১ এ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে চাই। এই প্রজন্মের যুবকরা মুক্তিযুদ্ধ করতে পারে নাই। তাই ২০৪১ এ সোনার বাংলা গড়ার যুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। যে কারণে সকল যুবকদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই যুব সমাজকে একত্রিত হয়ে এই লক্ষ্য অর্জন করতে হবে।
সংসদ সদস্য আরো বলেন, কুমিল্লা এগুলেই এগুবে বাংলাদেশ। তার উদাহরণ হলো, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আর বাংলাদেশে মাছ উৎপাদনে কুমিল্লার অবস্থান প্রথম। আমরা জানি কুমিল্লার এই মৎস্য খাতে যুবকরাই সবচেয়ে বেশি সম্পৃক্ত রয়েছে।
শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভায় এমপি বাহার এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখতেন একদিন বাঙ্গালী জাতিও বিশ্বের অন্যান্য জাতির মত মাথা তুলে দাঁড়াবে। তিনি পাকিস্তানের ২৩ বছরের শাসন আমলে বাঙ্গালীর মুক্তির জন্য দীর্ঘ ২৩ বছর জেল খেটেছেন। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়ন করে বিশ্বকে তাঁক লাগিয়ে আজ আমরা উন্নত বাংলাদেশের দিকে ধাবিত হতে যাচ্ছি। তাই আসুন দেশের উন্নয়নের এ ধারাকে বজায় রাখতে যুব সমাজসহ সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা কর্তৃক আয়োজিত জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক প্রজেশ কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো: আমিনুল ইসলাম টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, রোটারিয়ান দিলনাশী মহসীন ও পেইজ কুমিল্লার নির্বাহী মো: লোকমান হাকিম। আদর্শ সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সফল আত্মকর্মী মো: জামাল হোসেন, দর্পণের সম্পাদক মাহাবুব মোরশেদ প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, যুব সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ এবং সফল আত্মকর্মী ও প্রশিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল মাঠে এসে শেষ হয়।