2768

অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আস্তাভাজন কুমিল্লা -৯ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা লালমাই উপজেলার বাগমারায় অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কবর জিয়ারত শেষে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্হিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সরওয়ার, উপজেলা ইউএনও কে এম ইয়াসির আরাফাত, উপজেলা আ.লীগ সভাপতি আবদুল হামিদ, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক  কে এম সিংহ রতন, লালমাই থানা ইনচার্জ মোহাম্মদ আইউব,  দক্ষিণ জেলা আ.লীগ সহ – সভাপতি ইলিয়াস উদ্দিন,  আ.লীগের সহ- সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক, দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, রতন দে, উপদেষ্টা আবদুল বারীক, নুরুল ইসলাম , যুবলীগ আহবায়ক, আবদুল মোতালেব, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহা, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন,  লালমাই প্রেস ক্লাব সহ সাধারণ সম্পাদক এমদাদ মজুমদার, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, ক্রীড়া সম্পাদক মীর হোসেন, সহ ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন অপু, ধর্ম সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, আবু জাফর সালেহ, যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টু, আক্তার পারভেজ, শিমুল, সাহাবউদ্দীন, খোকন, ছাত্রলীগ নেতা হান্নান মিয়াজী, আরিফুল ইসলাম রাব্বি, শান্ত, নাছির প্রমুখ। আলোচনায় বক্তারা মরহুমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

ad

পাঠকের মতামত