মানবতার শেষ পাতায় সংগঠনের উদ্যোগে এতিমদের খাবার বিতরন
নিজস্ব প্রতিবেদক: মানবতার শেষ পাতায় সংগঠনের উদ্যোগে এতিম বাচ্ছাদের মাঝে খাবার বিতরন এর আয়োজন করা হয়েছে। শক্রবার বেলা ২টার দিকে এর আয়োজন করা হয়।
কুমিল্লা নগরীর কাপ্তান বাজার পাক্কার মাথায় অবস্থিত রওশন আনোয়ারা মসনদ হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার প্রায় এক শতাধিক বাচ্ছাদের দুপুরের খাবার দেওয়া হয়েছে ।
মানবতার শেষ পাতায় সংগঠনের সভাপতি, রনির সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলো সংগঠনের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম আশিক সহ সংগঠনের অন্যান্য সদস্যসরা।
ads
মানবতার শেষ পাতায়, কুমিল্লার স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। অসহায় গরীব দুঃখী ও এতিম বাচ্ছাদের পাশে এসে দাড়ানোই হলো উক্ত সংগঠনের উদ্যেশ্য । এছাড়াও সংগঠনের সভাপতি জানান অসহায় গরীর দুঃখী এতিম মানুষদের সাহায্য সহযোগিতা অনবরত চলতে থাকবে
ads