শিশু মারিয়া কঠিন রোগে আক্রান্ত, ওকে বাঁচাতে সাহায্য করুন
নিজস্ব প্রতিবেদক: শুভ্র সমুজ্জল হাসিতে মুগ্ধ করা শিশুটির নাম মারিয়া। বয়স মাত্র সাত মাস। নিষ্পাপ হাসিমাখা মুখের লাবন্যে ভরপুর দেখে কেউ ডাকে চুম্পী বলে, কেউবা পৌষালী, গুনগুন, ঝুনঝুন। বাবা-মা মায়াবী কন্যার নাম রেখেছে মারিয়া বিনতে ইলিয়াস। মা হামিদা কবির মেধা একজন প্রতিভাময়ী সাংস্কৃতিক কর্মী এবং বাবা ইলিয়াস আহমেদ ফ্রিল্যান্স ফটোগ্রাফার। একমাত্র আদরে কন্যাসন্তান মারিয়া। পৃথিবীর আলো-বাতাস ‘‘নিউনেটাল হ্যাপাটাইটিস্’’ ব্যাধি কেড়ে নিতে যাচ্ছে মাত্র সাত মাসের ছোট্ট জীবন।
শিশুটির হাস্যোজ্জ্বল মুখে এই পৃথিবীর মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছে বেচেঁ থাকার। বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা দিয়েও মারিয়াকে সু্স্থ করা অসম্ভব হয়ে পরেছে।
একমাত্র লিভার প্রতিস্থাপনেই সম্ভব মারিয়ার বেঁচে থাকার। কিন্তু এই চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল, যা মারিয়ার পরিবারের একার পক্ষে গ্রহন করা অসম্ভব।
মহান সৃষ্টিকর্তার অসীম দয়ায় ও আপনাদের সকলের সহযোগীতা বাঁচাতে পারে হাস্যোজ্জ্বল এই শিশুটিকে।
আসুন, মারিয়াকে বাঁচাতে হাত বাড়িয়ে দিন। ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক সহায়তাই পারবে মারিয়াকে বাঁচাতে। মানবিক দৃষ্টান্ত রেখে আসুন, মারিয়াকে বাঁচাতে হাত বাড়িয়ে দিন।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা:-
হামিদা কবির মেধা, ব্যাংক একাউন্ট নং – ১৩০ ১৪০ ১০২ ৯২০৫
সোনালী ব্যাংক কর্পোরেট শাখা, কুমিল্লা।
বিকাশ নং – ০১৯২৮ ৯০৭২২৭ (পার্সোনাল)