কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কিশোর-কিশোরী নিহত
কুমিল্লায় রেল লাইনে ট্রেনে কাঁটা পড়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন, জেলার সদর উপজেলার শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে স্বপ্নীল হক আদিত্য (১৩) এবং ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে সেতু রায় (১৪)। নিহত আদিত্য কুমিল্লা পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থী। আর সেতু রেলওয়ে স্কুলের শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর বারোটায় কুমিল্লার আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় কয়েকজন ছেলে মেয়ে ঘুরতে গেলে রেলসেতুর দক্ষিণ অংশে এ ঘটনা ঘটে। আহত হন আরো তিনজন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর নিহতদের মরদেহ ফাঁড়িতে নিয়ে আসার পর স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মেজবাউল হক জানান, বেলা ১২টার দিকে ট্রেনে কাটা পড়ার ঘটনাটি ঘটে। আমরা লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছি। এটা দুর্ঘটনা নাকি আত্মহত্যা সে বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।