সৌদি আরবে সড়ক দুর্ঘনায় আহত বরুড়ার প্রবাসী রুহুল আমিন আর নেই
কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের (মৌলভী বাড়ি)’র হাজী মমতাজ উদ্দিনের ছেলে রুহুল আমিন(৩৫) সৌদি আরবের আল বাহার আল আকিতে সড়ক দুর্ঘনায় নি হত হয়েছেন।
নিহত রুহুল আমিন ১২ বছর পূর্বে জীবিকার সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন। তবে পরিবারের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রবাসে পাড়ি দিলে পরিবারের জন্য তেমন কিছু করতে পারেন নি। হাজি মমতাজ উদ্দিনের ৫ ছেলে ও ১ মেয়ের মধ্য রুহুল আমিন তৃতীয়। নিহত রুহুল আমিন দুই সন্তানের জনক।
উল্লেখ্য,বরুড়ার জোড়পুকুরিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিন গত ১১ জুন সৌদি আরবের আল বাহার আল আকিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে সৌদি আরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ দেড় মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার(২৩ জুলাই) তার মৃত্যুর খবর আসে।
তার মৃত্যুর খবর শুনে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে নিহতের চাচাতো ভাই আবুল কাশেম বিষয়টি বলেন লা শ দেশে আনার প্রক্রিয়া চলছে।