812

রথযাত্রা উপলক্ষ্যে কুমিল্লার রাজপথে উপচে পড়ল ভক্তদের ভিড়

আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ ( ইসকন) আয়োজনে কুমিল্লার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ- বলদেবে- সুভদ্রাদেবীর রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত  হয়েছে।                                                                                                                                                                     

আজ বৃহস্পতিবার দুপুর ২.০০ ঘটিকায় কুমিল্লা  শ্রী শ্রী রাজেশ্বরী কালিবাড়ী থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে  শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে গিয়ে মিলিত হয়।  রথযাত্রাকে কেন্দ্র করে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ভাগবতীয় সাংস্কৃতিক অনূষ্ঠান, শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, বৈদিক নাটক, মহাপ্রসাদ বিতরন ও  আলোচনা সভার আয়োজন করা হয়।                                          শ্রী শ্রী জগন্নাদেব মন্দিরের প্রধান উপদেষ্টা শ্রীমান সদাশিব সিংহ দাস ব্রক্ষচারীর  সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  কুমিল্লা জেলা পুলিশ সুপার  সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা জজকোর্টের জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, জেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও মহানগহর আওয়ামীলীগের সদস্য মোঃ আনিছুর রহমান মিঠু। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ পরিমল চন্দ্র দেবনাথ।

ads

আলোচনা শেষে শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে সুজানগর জগন্নাথ মন্দিরে এসে শেষ করেন। ১১জুলাই বৃহস্পতিবার উল্টোরথ অনুষ্ঠিত হবে।

ads

                                    এ সময় উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ধর্ম-বর্ণ-নির্বিশেষে লাখো পূর্ন্যার্থী ও দর্শনার্থী। রথযাত্রা উপলক্ষে মন্দিরের চারপাশে মেলা বসেছে।

                                  অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোঃ আবু তাহের বলেছেন- রথযাত্রা উৎসবে এসে আমার অতীতের স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় বন্ধুদের সাথে রথযাত্রা উৎসব দেখতে যেতাম। সত্যিই আজ এখানে এসে আমার খুব ভালো লাগছে।তিনি আরও বলেন- মানব জাতির চলার পথে মনের অজান্তে অনেক পাপ করে থাকে। তাই, পাপ মোচনের জন্যই এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে আসা প্রয়োজন।

ad

পাঠকের মতামত