661

কুমিল্লায় আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

ads

অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ads
বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের সংসদ সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপনসহ অন্যান্য নেতা কর্মীরা।

আলোচনা সভার পর দলীয় কার্যালয় থেকে বর্নাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন মোঃ মুজিবুল হক মুজিবএমপি।

 

ad

পাঠকের মতামত