36828

যেকোনও সৌদি বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবেন ওমরাহযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবে হজযাত্রীদের আগমনের জন্য কোনও নির্দিষ্ট বিমানবন্দর নেই। তারা দেশটির যেকোনও আন্তর্জাতিক বা আঞ্চলিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ পাবেন। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

মন্ত্রণালয় বলছে, দেশটিতে ওমরাহ ভিসায় তীর্থযাত্রীদের থাকার সর্বোচ্চ সময়কাল ৯০। এ সময়ের মধ্যে তারা মক্কা ও মদিনাসহ সৌদি আরবের অন্যান্য শহরে চলাচলের সুযোগ পাবেন।

ads

ওমরাহ হজ পালনের জন্য অনুমোদিত ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে ভিসা আবেদনের সুযোগেরও কথাও জানিয়েছে রিয়াদ।

সৌদি গেজেট জানিয়েছে, হজযাত্রীরা করোনাভাইরাসে সংক্রমিত নন বা কোনও সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে যাননি, এটি নিশ্চিতের জন্য আগ্রহীদের অবশ্যই ইটমার্না অ্যাপে অনুমোদিত হতে হবে। হজযাত্রীদের সৌদি আরবে প্রবেশের জন্য বৈধ ভিসা পেতে এই অ্যাপটিতে নিবন্ধন করতে হয়।

ads
ad

পাঠকের মতামত