35119

কুমিল্লার ঐতিহ্যবাহী নেউরা গরু ও ছাগলের হাট শুরু

নিউজ ডেস্কঃ কোরবানি ঈদকে সামনে রেখে আজ সোমবার (৪ জুলাই) থেকে ঐতিহ্যবাহী নেউরা গরু ও ছাগলের হাট শুরু হয়েছে। এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করেন হাট ইজারাদার শহিদুল্লাহ রতন। তিনি দীর্ঘদিন বাজারটি পরিচালনা করে আসছেন।

শহিদুল্লাহ রতন বলেন, আজ ৪ তারিখ হতে ঈদের দিন সকাল পর্যন্ত একটানা বাজার চলবে। বাজারটি সম্পুর্ন কাদা মুক্ত, দালাল মুক্ত, রয়েছে সার্বিক নিরাপত্তা এবং সহনশীল হাসিল। এখান থেকে আপনি আপনার কোরবানির পছন্দের গরু ও ছাগল ক্রয় করতে পারবেন। বাজারে বড়, ছোট, মাঝারি সব ধরনের গরু কেনা-বেচা হয়। নেউরা হাটে আসার জন‍্য যাতায়াত ব‍্যাবস্থা ও ভালো। সু বিশাল গাড়ি পার্কিংয়ের ব‍্যবস্থা রয়েছে। বেপারী ভাইদের জন‍্য রয়েছে থাকা খাওয়ার সু ব‍্যাবস্থা। সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাক্স পরিধান করে আসার জন‍্য আহবান জানান তিনি।

ads

এছাড়া তিনি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও নেউরা হাটে আসার আমন্ত্রণ জানান।

ads
ad

পাঠকের মতামত