31883

মার্কিন মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক এখন ইতিহাসের সবথেকে খারাপ সময়ে রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যত ভাবে সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থনৈতিক ভিত্তি ধ্বংস করে দিতে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা প্রতিদিনই নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। তাই ভয় ছিল, রাশিয়াও সুযোগ পেলে পাল্টা প্রতিশোধ নিয়ে নেবে কিনা তা নিয়ে। সেই সুযোগ রাশিয়া পেয়েছিল মহাকাশে। ৩৫৫ দিন ধরে মহাকাশে আছেন যুক্তরাষ্ট্রের মহাকাশচারী মার্ক ভান্ডে হেই। তাকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা ছিল রাশিয়ার। কিন্তু পশ্চিমারা যেভাবে রাশিয়াকে চেপে ধরেছে, তাতে ভয় ও উদ্বেগ তৈরি হয়েছিলো যে তাকে রুশ ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে কিনা।

কিন্তু বিবিসির খবরে জানানো হয়েছে, রাশিয়া আশ্বাস দিয়েছে তারা মার্কিন মহাকাশচারীকে ফিরিয়ে আনবেন। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব সেখানে পড়বে না। আরও দুজন রাশিয়ানের সঙ্গে এই মার্কিন বিজ্ঞানীকেও পৃথিবীতে নিয়ে আসা হবে। তারা কাজাখস্তানে অবতরণ করবেন। নাসার একজন প্রোগ্রাম ম্যানেজার জোয়েল মনতালবানো বলেছেন, আমি নিশ্চিত মার্ক বাড়ি ফিরবে। রাশিয়ান সহকর্মীদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। এ নিয়ে কোন সন্দেহ নেই।

ads
ad

পাঠকের মতামত