23912

কুমিল্লায় প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন ও গৃহহীন ৬৬২টি পরিবার পেয়েছে জমিসহ ঘর

দেবিদ্বার প্রতিনিধি: কুমিল্লায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী উপহার ভূমিহীন ও গৃহহীন ৬৬২ পরিবার পেয়েছে ৬৬২টি জমিসহ ঘর।

বোববার সকাল সাড়ে ১০ টায় সারা দেশের ৫৩ হাজার ৩৪০ টি ঘরের সাথে ভিডিও কনফারেন্সে কুমিল্লার জন্য প্রস্তুত এই ঘরগেুলোও হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ads

এ উপলক্ষে দেবীদ্বার উপজেলা পরিষদ মিলনায়তে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সহকারি কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন, ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, এডভোকেট নাজমা বেগম, থানা অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান, জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানাসহ আরো অনেকে।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জি.এস মান্নান মোল্লা, প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ভূমি ও গৃহহীন উপকারভোগী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত