62491

মাদক ও আইন ভাঙায় ২০২৫ সালে কুয়েত থেকে ফেরত ৩৯ হাজারের বেশি অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৫ সালে মোট ৩৯ হাজার ৪৮৭ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। ফেরত পাঠানোর কারণ হিসেবে তারা বলেছে, মাদক গ্রহণ ও আইন-কানুন ভাঙার কারণে এত লোককে ফেরত পাঠানো হয়েছে। কুয়েতের নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন জানিয়ে এমন প্রতিবেদন করেছে সংবাদমাধ্যম আরব টাইমস।

নিরাপত্তাসংশ্লিষ্ট ওই সূত্র এ-ও বলেছেন, এভাবে এক বছরে আইন ভাঙার কারণে এত অভিবাসীকে ফেরত পাঠানোর মাধ্যমে কুয়েত আইনের কড়াকড়ির ক্ষেত্রে কোনো ছাড় না দেওয়ার বার্তা দিচ্ছে। ওই সূত্র নিশ্চিত করেছেন, যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

ads

এই অভিবাসীদের মধ্যে অনেকেই পরিবার নিয়েই কুয়েতে বসবাস করছিলেন বলে জানিয়েছেন ওই সূত্র। যেসব ক্ষেত্রে আইন লঙ্খনকারী ব্যক্তির স্পন্সর করা ভিসাতেই পরিবারের অন্য ব্যক্তিরা ছিলেন, সেসব ক্ষেত্রে পরিবারের সবাইকেই ফেরত পাঠানো হয়েছে।

অভিবাসীদের ক্ষেত্রে নিয়ম-কানুনে কড়াকড়ি নিশ্চিত করতে কুয়েতের বেশ কয়েকটি আইনপ্রয়োগকারী সংস্থা মাঠে নেমেছে। যার ফল হিসেবে এসেছে গত এক বছরে ৪০ হাজার অভিবাসীর প্রত্যাবর্তন। আরব টাইমসকে ওই সূত্র জানিয়েছেন, কুয়েত সরকার আইন প্রয়োগের ক্ষেত্রে এই কড়াকড়ি চালিয়ে যাবে। তবে যারা আইন মেনে, সমাজে বিশৃঙ্খলা বা অন্যদের জন্য ঝামেলা তৈরি না করে থাকতে পারবেন, তাদের কুয়েত স্বাগত জানায় বলে নিশ্চিত করেছেন ওই সূত্র।

ads
ad

পাঠকের মতামত