62540

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলায় ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে- এমন আশঙ্কা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বিষয়েও উদ্বেগ জানান তিনি।

সোমবার (৫ জানুয়ারি) মাদুরোকে ম্যানহ্যাটনের একটি ফেডারেল আদালতে হাজির করার কয়েক ঘণ্টা আগে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে গুতেরেস এ উদ্বেগের কথা জানান।

ads

বৈঠকে যুক্তরাষ্ট্র জানায়, লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে দখলের কোনো পরিকল্পনা তাদের নেই। জাতিসংঘের রাজনৈতিক বিষয়ক প্রধান রোজেমেরি ডিকার্লোর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গুতেরেস বলেন, আমি দেশটির (ভেনেজুয়েলা) অস্থিরতার সম্ভাব্য তীব্রতা বৃদ্ধি, ওই অঞ্চলে এর সম্ভাব্য প্রভাব এবং রাষ্ট্রগুলোর পরস্পরের মধ্যে ও সামগ্রিকভাবে রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক কীভাবে পরিচালিত হবে সেক্ষেত্রে এটি যে নজির স্থাপন করতে পারে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিরাপত্তা পরিষদকে বলেন, যুক্তরাষ্ট্র আমেরিকার বিচারের দুই অভিযুক্তের বিরুদ্ধে মার্কিন বাহিনীর সহায়তায় একটি সার্জিক্যাল আইন প্রয়োগকারী অভিযান চালিয়েছে।

ads

রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘দুই অভিযুক্ত’ বলতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বোঝানো হয়েছে।

ওয়াল্টজ আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভেনেজেুয়েলা বা তার জনগণের বিরুদ্ধে কোনো যুদ্ধ নেই। আমরা একটি দেশকে দখল করছি না।

তিনি যোগ করেন, আমরা পশ্চিম গোলার্ধকে আমাদের জাতির প্রতিপক্ষদের অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতে দেবো না। বিশ্বের বৃহত্তম জ্বালানি মজুদকে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষদের নিয়ন্ত্রণে, অবৈধ নেতাদের নিয়ন্ত্রণে থাকতে দিতে পারেন না আপনি যা ভেনেজুয়েলার জনগণের উপকারেও আসছে না।

এদিকে জাতিসংঘে নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাডা মাদুরোকে আটকের জন্য পরিচালিত মার্কিন অভিযানকে ‘একটি অবৈধ সশস্ত্র হামলা’ বলে আখ্যা দেন। তিনি বলেন, এ অভিযানের কোনো ‘আইনি বৈধতা’ নেই।

নিরাপত্তা পরিষদে মনকাডা জানান, ভেনেজুয়েলার প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে, সাংবিধানিক শৃঙ্খলা বজায় রয়েছে এবং রাষ্ট্র তার পুরো ভূখণ্ডের ওপর কার্যকর নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

গুতেরেস ভেনেজুয়েলার সব পক্ষকে অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান।

কলম্বিয়ার অনুরোধে আয়োজিত এ বৈঠকে জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে আন্তর্জাতিক আইনের প্রতি যথাযথ সম্মান না দেখানোয় উদ্বেগ প্রকাশ করেন।

জাতিসংঘ সনদে বলা হয়েছে, সদস্যরা তাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতার বিরুদ্ধে হুমকি বা বলপ্রয়োগ থেকে বিরত থাকবে।

এর জবাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ উল্লেখ করে, যেখানে ‘ব্যক্তিগত বা সম্মিলিত আত্মরক্ষার সহজাত অধিকার ক্ষুণ্ণ না করার’ কথা বলা হয়েছে।

বৈঠকে রাশিয়া, চীন ও কলম্বিয়া মার্কিন সামরিক বাহিনীর অভিযানকে ‘অবৈধ’ বলে উল্লেখ করে এর নিন্দা জানায়। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্সসহ নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য দেশ সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা না করে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করে।

ad

পাঠকের মতামত