62531

বেইজিংয়ের চীন-কানাডা দ্বিপাক্ষিক বৈঠক: সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক: বেইজিংয়ে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জিন ক্রেতিয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং। সোমবারের বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে হান চেং চীন-কানাডা সম্পর্ক এগিয়ে নিতে জিন ক্রেতিয়েনের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। তিনি গত বছরের অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যকার বৈঠকের কথা স্মরণ করেন। হান বলেন, সেই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে যে ঐকমত্যে পৌঁছেছিলেন, তা চীন-কানাডা সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করেছে।

ads

হান চেং আরও বলেন, চীন ও কানাডার মধ্যে ব্যাপক অভিন্ন স্বার্থ এবং সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে। সমান অধিকার এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে চীন; কানাডার সাথে যোগাযোগ বৃদ্ধি করতে আগ্রহী। একটি সুস্থ, স্থিতিশীল এবং টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা উভয়ের লক্ষ্য।

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জিন ক্রেতিয়েন চীন-কানাডা সম্পর্কের বর্তমান ইতিবাচক ধারার প্রশংসা করেন। তিনি বলেন, দুই দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক এবং এই সম্পর্কের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ক্রেতিয়েন আশ্বস্ত করেন, তিনি ব্যক্তিগতভাবে চীন ও কানাডার মধ্যে সুস্থ ও শক্তিশালী সম্পর্ক বজায় রাখতে সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাবেন।

ads
ad

পাঠকের মতামত