62485

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি ‘ধীরে ধীরে’ বাস্তবায়ন হচ্ছে: চীন

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ‘ধীরে ধীরে’ বাস্তবায়িত হচ্ছে বলে সোমবার জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, চীন আশা করে উভয় পক্ষ একটি ‘সম্পূর্ণ’ এবং ‘স্থায়ী’ যুদ্ধবিরতি নিশ্চিত করবে।

ads

লিন আরও জানান, থাইল্যান্ড ইতিমধ্যে তাদের হাতে থাকা ১৮ জন কম্বোডিয়ান সেনাকে ফেরত পাঠিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর গত ডিসেম্বরের শেষে তারা দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ads

বছরের পর বছর ধরে চলা কম্বোডিয়া-থাইল্যান্ড বিরোধের মধ্যে এবারে দুই দেশের মধ্যকার সংঘর্ষকে সবচেয়ে ভয়াবহ হিসেবে দেখা হচ্ছিল।

নতুন করে শুরু হওয়া এই সংঘাতে দুই দেশ মিলে অন্তত ১০১ জন নিহত এবং পাঁচ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল| পাঁচদিনের সেই সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তি সই হয়। সেই যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

তবে ডিসেম্বরের শুরু থেকে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর মালয়েশিয়া বা যুক্তরাষ্ট্র কেউই দুই পক্ষকে নতুন কোনো চুক্তিতে আনতে পারছিল না।

অবশেষে কুয়ালালামপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক এবং তিন দিনের সীমান্ত আলোচনার পর কম্বোডিয়া-থাইর‌্যান্ড দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তি করা সম্ভব হয়।

ad

পাঠকের মতামত