জার্মান চ্যান্সেলরকে নিয়ে রুশ নেতার মন্তব্যে ক্ষুব্ধ বার্লিন
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কায়দায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসকে অপহরণ করার হুমকি দিয়েছেন। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র সেবাস্টিয়ান হিল মেদভেদেভের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন।
সেবাস্টিয়ান হিল বলেন, ‘আমরা অবশ্যই এই বিবৃতিগুলো খেয়াল করেছি। ফেডারেল সরকার এই ধরনের যেকোনো বিবৃতির এবং হুমকির বিরুদ্ধে তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছে।’ তিনি আরও নিশ্চিত করেন যে, রাশিয়ার হুমকি সত্ত্বেও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ভালো আছেন এবং সুরক্ষিত রয়েছেন।
এর আগে রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের মার্কিন পদক্ষেপকে ‘বেআইনি’ বলে অভিহিত করেন মেদভেদেভ। তিনি বলেন, ‘আমি ভেনেজুয়েলায় মার্কিন পদক্ষেপের মতো অন্যান্য বিশ্বনেতাদের বিরুদ্ধেও একই ধরনের অপহরণ অভিযানের কল্পনা করতে পারছি।’ সম্ভাব্য উদাহরণ হিসেবে তিনি মের্ৎসের নাম উল্লেখ করেন।
মেদভেদেভ আরও বলেন, ‘নব্য নাৎসি মের্ৎসকে অপহরণ এই উৎসবের একটি চমৎকার মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা হতে পারে।’ তিনি দাবি করেন, জার্মানিতে তার বিরুদ্ধে মামলা করার মতো ভিত্তিও রয়েছে, তাই এতে কোনো ক্ষতি হবে না। বিশেষ করে যেহেতু নাগরিকরা অপ্রয়োজনীয়ভাবে কষ্ট পাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত শনিবার এক সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে তারা নিউইয়র্কে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন।











