জাপানে সামরিক-সম্পর্কিত পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা চীনের
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে এবার জাপানে বাণিজ্যিক ও সামরিক—উভয় কাজে ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে চীন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অবিলম্বে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত অনুযায়ী তথাকথিত ‘ডুয়াল-ইউজ’ পণ্যগুলো সামরিক উদ্দেশ্যে, অথবা জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়ক এমন কোনো কাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে রপ্তানি করা যাবে না।
ডুয়াল-ইউজ পণ্য সাধারণত বেসামরিক ব্যবহারের জন্য নকশা করা হলেও, এগুলো অস্ত্র ও সামরিক ব্যবস্থার উন্নয়ন বা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এর সাধারণ উদাহরণ হিসেবে ড্রোন এবং বিরল খনিজ উপাদানের কথা উল্লেখ করা যায়—যা প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতের বহু পণ্যের জন্য অপরিহার্য কাঁচামাল—এছাড়া উচ্চক্ষমতাসম্পন্ন সেমিকন্ডাক্টরও এর মধ্যে পড়ে।
মন্ত্রণালয় জানায়, নতুন বিধান লঙ্ঘন করে যারা এসব পণ্য জাপানে স্থানান্তর বা সরবরাহ করবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কোন কোন পণ্য এর আওতায় পড়বে, তা বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি। সূত্র: এসসিএমপি।











