কুমিল্লায় উপজেলা কর্মকর্তাদের সঙ্গে ডিসির মতবিনিময়
নিউজ ডেস্ক: কুমিল্লার তিতাস উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে। এবারের নির্বাচন হবে আগের যে কোনো নির্বাচনের তুলনায় ব্যাতিক্রম। বার্তা একটাই, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কোনো একটি কেন্দ্রেও যদি সমস্যা সৃষ্টি হয়, তবে তার প্রভাব পুরো জেলার সুনামের ওপর পড়বে। তাই প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। একই সঙ্গে ভোটারদের গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফরাজ হোসেন খান এবং তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশদের কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং শ্রেষ্ঠ পাঁচজন গ্রাম পুলিশকে পুরস্কৃত করেন।
পাশাপাশি গাজীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। পরে তিনি উপজেলা ভূমি অফিস ও তিতাস থানা পরিদর্শন করেন।
——-











