58595

ভারতের বিমান দুর্ঘটনা নিয়ে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে ‘বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ’ দুর্ঘটনাগুলোর অন্যতম বলে মন্তব্য করেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেছেন, বিমান দুর্ঘটনাটি ভয়াবহ ছিল। আমি আগেই বলেছি আমরা যদি কিছু করতে পারি তবে সবসময় দ্রুততার সঙ্গে তা করব। ভারত একটি বড় এবং শক্তিশালী দেশ। আমি নিশ্চিত তারা এই বিপদ সামলে উঠবে। তবে আমি তাদের জানিয়েছি, আমরা যদি কিছু করতে পারি, আমরা অবিলম্বে সবরকম সাহায্য নিয়ে সেখানে পৌঁছে যাব।

ads

ট্রাম্প বলেছেন, কেউ বুঝতেই পারেনি যে কী হলো? দেখে মনে হচ্ছিল বিমানটি ঠিক মতোই উড়ছিল। সম্ভবত ইঞ্জিন ক্ষমতা হারিয়েছিল।

এদিকে গুজরাটের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, ‘দুর্ঘটনায় প্রায় ২৯৪ জন নিহত হয়েছেন। এতে কিছু শিক্ষার্থী রয়েছে। যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন’।

ads

ভয়াবহ এ দুর্ঘটনা থেকে অলৌকিভাবে বেঁচে গেছেন এক যাত্রী। পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী জানিয়েছেন, এই যাত্রী বিমানের জরুরি বহির্গমন দরজার পাশের ১১-এ আসনে বসা ছিলেন। এ কারণে হয়ত তিনি বেঁচে গেছেন। হাসপাতালে হয়ত দুর্ঘটনায় বেঁচে যাওয়া অন্য আরও কেউ থাকতে পারেন।

আহমেদাবাদ পুলিশের প্রধান জি এস মালিক জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ২০০টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বিমানের যাত্রী ছাড়াও ওই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মরদেহ আছে। এছাড়া নিহতদের মধ্যে আছেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানি।

ভারতের স্বাস্থ্য সচিব ধনঞ্জয় দ্বিবেদী বিমানে থাকা যাত্রী ও ওই ছাত্রাবাসে থাকা শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের ডিএনএ সেম্পল দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যেন মরদেহগুলো শনাক্ত করা যায়।

বিমানটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ার পর টুকরো টুকরো হয়ে যায়। এটির লেজের অংশটি ছাত্রাবাসের একটি ভবনের ছাদে এখনো পড়ে আছে।

বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যা বিশ্বের অন্যতম আধুনিক বিমান। এর আগে বোয়িংয়ের এ মডেলের বিমান কখনো বিধ্বস্ত হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ভেঙে পড়ে। মাত্র ৬২৫ ফুট উপরে ওঠার পরেই গুজরাতের মেঘানিনগরে একটি ছাত্রাবাসের ওপর বিমানটি আছড়ে পড়ে। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যার মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু সদস্য।

ad

পাঠকের মতামত