
পর্তুগালের হয়ে ‘শিরোপা জেতার’ চেয়ে বড় কিছুই নেই রোনালদোর
স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশনস লিগে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে শতভাগ ফিট ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের পর জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। চোট আর ব্যথা তাকে আটকাতে পারেনি। শিরোপা জয়ের ম্যাচ, দেশের হয়ে খেলতে হবে, জেতাতে হবে- এই মন্ত্র সব ভুলিয়ে রেখেছিল রোনালদোকে। মহাদেশীয় প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর রোনালদো বলেছেন, পর্তুগালের হয়ে শিরোপা জয় ক্লাব ক্যারিয়ারে জেতা সব ট্রফির চেয়ে বড়।
আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার রাতে মূল ম্যাচ ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ২-২ সমতায়। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে যায় পর্তুগাল। ম্যাচে দুবার পিছিয়ে পড়েছিল পর্তুগাল। প্রথমবার সমতায় ফেরান নুনো মেন্ডেজ, দ্বিতীয়বার রোনালদো। টুর্নামেন্টে ৯ ম্যাচ খেলে ৮ গোল পেয়েছেন সিআর সেভেন। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল, ৪০ বছর বয়সে এমন পারফরম্যান্সে মুগ্ধ করেছেন ফুটবলবিশ্বকে।
নিজের ১৩৮তম আন্তর্জাতিক গোলের ম্যাচে দল শিরোপা জেতার পর আবেগাপ্লুত হয়ে পড়েন রোনালদো। তার চোখে জল দেখা গেছে। ম্যাচ শেষে বলেছেন, ‘কী যে আনন্দ লাগছে! প্রথমত, এই প্রজন্মের জন্য। যারা এমন একটি বড় শিরোপার যোগ্য ছিল। আমাদের পরিবারগুলোর জন্যও, এখানে আমার সন্তানরা এসেছে, আমার স্ত্রী, ভাই এবং বন্ধুরাও এসেছে।’
‘পর্তুগালের হয়ে জেতাটা সবসময়ই বিশেষ কিছু। আমার ক্লাবের হয়ে অনেক ট্রফি আছে। কিন্তু পর্তুগালের হয়ে জয় পাওয়ার চেয়ে বড় কিছুই নেই। এই যে চোখে জল আসা, কর্তব্য পালন করা, এসবেই অনেক আনন্দ। পর্তুগালের হয়ে কথা বলতে গেলে একটা বিশেষ অনুভূতি হয়। এই প্রজন্মের অধিনায়ক হওয়াটাও গর্বের বিষয়। জাতীয় দলের হয়ে একটি শিরোপা জেতা সবসময়ই সর্বোচ্চ সাফল্য।’
‘ম্যাচের আগে গা গরমের সময় কিছুটা অস্বস্তি ছিল। কিছুটা সময় খারাপ লাগছিল। তবে এটা জাতীয় দলের ম্যাচ। খেলার জন্য আমার পা ভাঙতে হলে ভাঙুক। আমাকে ট্রফি জিততে হবে, খেলতে হবে, নিজের সর্বস্ব উজাড় করে দিতে হবে। কারণ এটা আমার দেশের জন্য। আমরা মানুষ অল্প, কিন্তু উচ্চাকাঙ্ক্ষা অনেক বড়।’