58315

কুমিল্লায় ১৭০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৪

নিউজ ডেস্ক: কুমিল্লায় পৃথক অভিযানে ১৭০ কেজি গাজা ও একটি প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ।

ads

গ্রেফতারকৃতরা হলো- শিমপুর এলাকার সৈয়দ রহমানের পুত্র সৈয়দ রাব্বি (৩১), বুড়িচং উপজেলার বাকশিমূল এলাকার কোদালিয়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে খোরশেদ আলম এবং বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া (২৫), ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাভূমি ফরিদ মিয়ার পত্র মো: আল আমিন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে (বুধবার) সকালে ডিবি পুলিশের সদস্যরা কোতয়ালী মডেল থানাধীন ০৪নং আমড়াতলী ইউনিয়নের শিমপুর মীরবাড়ী হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার করে এ সময় সৈয়দ রাব্বি (৩১) ও মো. খোরশেদ আলম (৫০)কে গ্রেফতার করা হয়।

ads

এদিকে অপর একটি অভিযানে একই সকালে কুমিল্লায় কোতয়ালী মডেল থানাধীন ০৫নং পাঁচথুবী ইউপির কাপ্তান বাজারের পাকা রাস্তার উপর হতে একটি প্রাইভেটকার হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মোঃ সবুজ হোসেন (২৫), মোসা: মায়া আক্তারকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ বলেন, ডিবি পুলিশের অভিযানে ১৭০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটসহ ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

কুমিল্লা মাদক, চোরাকারবারি, অস্ত্র ধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিবি পুলিশের অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।

ad

পাঠকের মতামত