
কুমিল্লায় ছফিউল্লাহ হত্যা মামলার প্রধান আসামি রাসেল পটুয়াখালীতে গ্রেফতার
নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে মো. ছফিউল্লাহ (৪৩) নামে এক যুবককে চোখ উপড়ে হত্যার ঘটনায় মূলহোতা রাসেল হোসেনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৭ মে) রাতে র্যাব-৮ ও র্যাব ১১ যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর বাউফল থানার নগরেরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
রোববার (১৮ মে) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান।
গ্রেফতার রাসেল হোসেন (৩৫) কুমিল্লা দেবিদ্বার উপজেলার আন্দিরপাড় গ্রামের মো. কিরণ মিয়ার ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
র্যাব জানায়, ছফিউল্লাহর সঙ্গে আসামি রাসেলের সুসম্পর্ক ছিল। রাসেল ছফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন। পরে রাসেল পাওনা টাকা ফেরত না দিয়ে ছফিউল্লাহকে বিভিন্নভাবে ঘুরাতে থাকেন।
এতে করে ছফিউল্লাহ বিষয়টি স্থানীয়দের জানালে সালিশের মাধ্যমে রাসেল উক্ত টাকা ফেরত দেবে বলে মৌখিকভাবে জানান। একপর্যায়ে গত ৫ মে বিকেলে রাসেল পাওনা টাকা ফেরত দেবে বলে পর দিন ছফিউল্লাহকে তার ভাড়া করা গ্যারেজে যেতে বলেন।
রাসেলের কথামতো ছফিউল্লাহ পরদিন দুপুরে গ্যারেজে গেলে রাসেল পূর্বপরিকল্পিতভাবে গ্যারেজে থাকা শাবল দিয়ে ছফিউল্লাহর মাথা ও বুকে গুরুতর আঘাত করেন। এতে ছফিউল্লাহ অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে রাসেল ড্রিল মেশিন দিয়ে নির্মমভাবে ভিকটিমের চোখ উপড়ে ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেন।
পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কুমিল্লা দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।
কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতার রাসেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।’