58138

টেস্টে কোহলির অবসর, স্মৃতিচারণ করে শচীনের বার্তা

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে আর দেখা যাবে না বিরাট কোহলিকে। নিজের সিদ্ধান্ত আগেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) জানিয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা কোহলিকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেন। বোর্ডের অনুরোধ প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তে অটল থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে ১৪ বছরের পথচলার ইতি টানলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার। সেই পোস্টে কোহলি লেখেন, ‘১৪ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পড়েছিলাম। সত্যি বলতে তখন জানতাম না, ক্রিকেটের এই ফরম্যাট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে। আমাকে তৈরি করেছে। আমাকে শিক্ষা দিয়েছে। সারা জীবন এই শিক্ষা বহন করবো।’

ads

কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণার পর তাকে নিয়ে আবেগ-ঘন বার্তা দিয়েছেন ভারতের জীবন্ত কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। কোহলিকে নিয়ে স্মৃতিচারণ করে এক্সে দেওয়া এক পোস্টে শচীন লেখেন, ,‘যখন তুমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছ, তখন মনে পড়ে যাচ্ছে ১২ বছর আগের সেই মুহূর্তটা, যখন আমার শেষ টেস্টে তুমি আমাকে তোমার প্রয়াত বাবার কাছ থেকে পাওয়া একটি পবিত্র সূতা উপহার দিতে চেয়েছিলে। সেটা ছিল খুবই ব্যক্তিগত, তাই আমি গ্রহণ করিনি, কিন্তু তোমার সেই আবেগভরা ইচ্ছা আজও আমার মনে রয়েছে। আমার পক্ষে হয়তো তোমার মতো সূতা উপহার দেওয়া সম্ভব নয়, কিন্তু আমার আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা রইল তোমার জন্য।’

দুর্দান্ত টেস্ট ক্যারিয়ারের জন্য কোহলিকে অভিনন্দন জানিয়ে শচীন আরও লেখেন, ‘তোমার আসল উত্তরাধিকার সেই হাজার হাজার তরুণ ক্রিকেটার, যারা তোমার অনুপ্রেরণায় ব্যাট ধরেছে। শুধু রান নয়, তুমি ভারতীয় ক্রিকেটকে নতুন প্রজন্মের এক নতুন জোয়ার এনে দিয়েছো। অসাধারণ একটি টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন।’

ads

ভারতের হয়ে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। ৩০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন তিনি। লাল বলের ক্রিকেটে তিনি যে আর খেলতে ইচ্ছুক নন, এ কথা বিসিসিআইকে কদিন আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি। কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কোহলি তাতে রাজি হননি।

ad

পাঠকের মতামত