58131

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করা হয়েছে। সোমবার (১২ মে) ভোরে
জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন নাগাইশ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ বিল্লাল হোসেন (৪০) নামক ব্যক্তিকে আটক করা হয়। বিল্লাল হোসেন ব্রাহ্মণপাড়া থানার নাগাইশ গ্রামের মোঃ ফুল মিয়ার ছেলে।

সোমবাপ রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার, (এক্স), পিপিএম-সেবা, বিএন মাহমুদুল হাসান।

ads

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী মোঃ বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ads
ad

পাঠকের মতামত